
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪-(সরিসাবাড়ী) আসনের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ফজলুল হকের বৃক্ষরোপন কর্মসূচী করেছেন। গতকাল মঙ্গলবার (৩রা জুলাই) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন কর্মসূচির মধ্যে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে বৃক্ষ রোপন করে এর উদ্বোধন কালে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক পরিবেশ সু-রক্ষায় সকলকে সম্পৃক্ত থেকে সবুজ ছায়ার দেশ গড়ার অনুরোধ জ্ঞাপন করেছেন। তিনি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় উপ- কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি।
বৃক্ষরোপন কর্মসুচীতে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন,চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,ইউপি সদস্য শিমুল মিয়া, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সদস্যবৃন্দ,শিক্ষকমন্ডলী,কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন।