দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

সরিষাবাড়ী পৌর সপিং সেন্টার দোকান মালিকদের ধর্মঘট প্রত্যাহার

0

 স্টাফ রিপোর্টার : জামালপুরের সরিষাবাড়ী পৌর সপিং সেন্টারের আশ-পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদের দাবীতে সরিষাবাড়ী পৌর সপিং সেন্টারের দোকান মালিকরা তাদের ৭০টি দোকান বন্ধ করে আহ্বানকৃত ধর্মঘট প্রত্যাহার করেছেন। গত মঙ্গলবার বুধবার (৫ জুলাই) সরিষাবাড়ী পৌর সপিং সেন্টারের দোকান মালিক সমিতির এক সমঝোতা বৈঠকের এক সিদ্ধান্তে ধর্মঘট প্রত্যাহার করেছেন ।

সরিষাবাড়ী পৌর সপিং সেন্টারের দোকান মালিক ও পৌর সপিং সেন্টারের আগত ক্রেতা সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌর সপিং সেন্টারের আশ-পাশে অবৈধভাবে জনসাধারনের চলাচলের এবং মোটর সাইকেল ও অনান্য যান বাহন রেখে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয় করতে ভোগান্তিতে পড়ছেন দোকান মালিক ও ক্রেতারা। যার ফলে সরিষাবাড়ী পৌর সপিং সেন্টারের দোকান মালিকদের নিকট ক্রেতাগন পৌছতে না পারায় তাদের চাহিদামত জিনিসপত্র বিক্রি থেকে বঞ্চিত হতে হচ্চে। এ ছাড়া সরিষাবাড়ী পৌর সপিং সেন্টারের গড়ে ওঠা অপরিকল্পিত দোকান নির্মানের ফলে পৌর মার্কেটের ২য় তলার বারান্দায় ধুমপায়ীদের ধুমপান শেষে সিগারেটে আগুন রেখে ফেলে যায় যার ফলে কয়েক দফা অগ্নী কান্ডের ঘটনা সহ ওই অবৈধ দোকানের উপরে দেয়া প্লেন সিটের উপরে বিভিন্ন প্রকার আর্বজনার স্তুপের সৃষ্টি হয়। যার ফল অশ্রুতিতে সরিষাবাড়ী পৌর সপিং সেন্টারের দোকান মালিকগন পরিবেশগতভাবে নানা ঝুকিতে তাদের ব্যাবসা পরিচালনা করে আসছেন। এর মধ্যে অবৈধ দোকানদার গুলোর অন্যতম রবিউল ইসলাম, রিপন মিয়া, আল-আমিন, মিঠুন মিয়া, মাসুদ রানা, হারাধন, আব্দুল হাই, নারায়ন,মনি সাহা ও রনি কে তাদের দোকানগুলো সারানোর জন্য বারবার তাগিদ দিলেও তারা তা উপেক্ষা করে বহাল তবিয়তে দোকান পরিচালনা করতে থাকে।এরই ধারাবাহিকতায় সরিষাবাড়ী পৌর শপিং সেন্টার দোকান মালিকরা তাদের দোকান বন্ধ করে ধর্মঘটের ডাক দিলে সরিষাবাড়ী পৌর সপিং সেন্টারের দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক বেলাল হোসেন, সহ সভাপতি বাসু দেব সাহা, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লেবু মিয়া, উপদেষ্টা মন্ডলী আলহাজ্ব শামছুল হক , তোফাজ্জল হোসেন দুদু, আব্দুল আজিজ, নুরুল ইসলাম ভুইয়া, আরামনগর বাজার বর্ণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রন্জু, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আব্দুস সাত্তার, পৌর কাউন্সিলর বদিউজ্জামান উজ্জল, কসমেটিক দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু সহ অনান্যদের ৬টি অবৈধ দোকানদার তাদের দোকান সরিয়ে নেয়ার আশ্বাস দিলে সরিষাবাড়ী পৌর শপিং সেন্টার দোকান মালিক সমিতির নেতারা তাদের এক সিদ্ধান্তে ধর্মঘট প্রত্যাহার করে ৭০টি দোকান খুলে দেন। সমঝোতা বৈঠকে অবৈধভাবে ফুটপাত দখল কারীদের উচ্ছেদের জন্য সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন এর নিকট দাবী জানিয়েছেন। সরিষাবাড়ী পৌর সপিং সেন্টারের দোকান মালিকরা তাদের দোকান বন্ধ করায় বাজারে ক্রেতা সাধারনের দূর্ভোগ পোহাতে হয়। ক্রেতা সাধারনও পৌর সভার মেয়র মনির উদ্দিন এর নিকট ওই সব অবৈধ দখলকারীদের উচ্ছেদের দাবী জানান বাজারে আগত ক্রেতাগন।

Leave A Reply

Your email address will not be published.