
স্টাফ রিপোটার:
জামালপুরের সরিষাবাড়ীতে বাল্য বিবাহ, মাদক প্রতিরোধ এবং ইভটিজিং,অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।
উক্ত আইন শৃংখলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাদ্দাম হোসেন,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়সাল আহমেদ,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম,সাধারন সম্পাদক আবুল হোসেন,ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আশরাফুল আলম মানিক,আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন। এতে অনান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার,কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক স্বপন,পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল সহ সরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পেশাজিবী, গনম্যাধমকর্মীরা উপস্থিত ছিলেন।