
স্টাফ রিপোটার :
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপি বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর রক্ত আদর্শের সুযোগ্য উত্তরসূরী এ প্রজাতন্ত্রের শেষ ঠিকানা আমাদের অভিভাবক’ প্রধান মন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীকে নমিনেশন দিবেন দিবেন তার জন্যই আমরা জীবন দিয়ে লড়াই করব। এবং নৌকা প্রতিককে জয়যুক্ত করে আবারও রাষ্ট্রীয় কক্ষমায় আনা হবে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সরিষাবাড়ী উপজেলা ভাটারা ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দের আয়োজনে বিএনপি,জামায়াতের নৈরাজ্য,দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল নেতা-কর্মীর সমর্থক ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ভাটারা ইউনিয়ন পরিষদ মাঠে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য সাবেক স্বাস্থ্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব মুরাদ হাসান এমপি এ কথা বলেন।
তিনি আরোও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। এ অপশক্তির ষড়যন্ত্রকে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। সাম্প্রদায়িক রাজনীতি যারা করে,তাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। তিনি এ সময় নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্ব করেন।এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, ভাটারা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, ভাটারা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহিনুর ইসলাম শাহীন,পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এম এ জলিল রতন, পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভাটারা ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান খাজু,উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরিফ আহমেদ নিরব ও সরিষাবাড়ী কলেজের জিএস রাজন আহমেদ প্রমুখ। এতে ভাটারা ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ ও সর্মথকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।