
স্টাফ রিপোটার : ‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা;এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে জাতীয় মহিলা স্ংস্থার তথ্য আপা সরিষাবাড়ী’র আয়োজনে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট কুলপাল এলাকায় এ বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) সাদ্দাম হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলি , আওনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক এম এ জলিল রতন, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। বিশেষ উঠান বৈঠকটি সার্বিকভাবে তত্ত্বাবধানে ছিলেন উপজেলা তথ্য আপা কর্মকর্তা ছাদেকুন্নাহার শিপু। এ সময় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)এর অংশগ্রহনকারী উপকারভোগী ,দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্মথক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।