
স্টাফ রিপোটার :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন রোগীদের চিকিৎসার জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিকভাবে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন রোগীদের আবেদনের প্রেক্ষিতে ২৮জনকে ৫০ হাজার করে ১৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এদের মধ্যে ক্যান্সার রোগী ১১জন, লিভার সিরোসিস ৭ জন, থ্যালাসেমিয়া ৩ জন। এছাড়াও এতিমদের জন্য ১০টি এতিমখানার নামে ১৫ লক্ষ ৮৪ হাজার টাকার চেক প্রদান করা হয়। এতিমখানাগুলো হলো পিংনা নূরানী তালীমুল কোরআন মাদ্রাসা এতিমখানা ২ লক্ষ ৮৮ হাজার, বাগ আছড়া এতিমখানা ২ লক্ষ ৪০ হাজার, সরিষাবাড়ী শিশু সদন ১ লক্ষ ৩২ হাজার, মালীপাড়া কোরবানিয়া এতিমখানা ১ লক্ষ ৯২ হাজার, চৌখা হোসেন আলী সাকিব সিদ্দিক এতিমখানায় ১ লক্ষ ৮০ হাজার, দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ১ লক্ষ ৩২ হাজার, কাশিনাথপুর এতিমখানা ১ লক্ষ ৮০ হাজার, পাখিমারা এতিমখানা ও জনকল্যাণ কেন্দ্র ৮৪ হাজার, মেন্দারভেড় দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৯৬ হাজার, মা জহুরা এতিমখানা ৬০ হাজার টাকা সহ মোট ২৬ লক্ষ ৯৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন পাঠান চেক বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার, সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।