
মো. সেলিম হোসেন, গোপালপুর-টাঙ্গাইল:
টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাবের দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক নূর আলমের পিতা পৌর শহরের গোহাটা জামে মসজিদের সাধারণ সম্পাদক, বাস ও ট্রাক মালিক সমিতির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলদার হোসেনের জানাজা নামাজ শেষে দাফন কজ সম্পন্ন হয়েছে। রবিবার বাদ এশা গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা মাঠে মরহুমের জানাজা নামাজে মুসুল্লিদের ঢল নামে। পরে তামাক পট্টি সামাজিক গোরস্থানে লাশ দাফন করা হয়। তিনি গত রবিবার (১৬ জুলাই ) সকল নয়টার দিকে ঢাকা বারডেম হাসপাতাল ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭০) বছর। তিনি স্ত্রীসহ এক ছেলে ও দুটি মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্খি রেখে যান।
তার মৃত্যুতে গোপালপুর প্রেসক্লাব, গোহাটা কেন্দ্রীয় মসজিদ কমিটি, গোপালপুর বাস ও ট্রাক মালিক সমিতি, শিল্প ও বণিক সমিতি এবং হাজী কল্যাণ পরিষদের পক্ষ থেকে গভীরভাব শোক প্রকাশ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।