দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

গোপালপুরে সেচপাম্পে জুয়ার আসর, ৪ জুয়াড়ি আটক

0

মো. সেলিম হোসেন, গোপালপুর, টাঙ্গাইল:
টাঙ্গাইলের গোপালপুরে সেচপাম্পের জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। রবিবার গভীর রাতে পোড়াবাড়ী এলাকা থেকে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- পোড়াবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মিন্টু (৪৫), নয়ন আলীর ছেলে জালাল উদ্দিন (৫০), আহাম্মদ আলীর ছেলে তারেক মিয়া (২৫) ও মতিয়ার রহমানের ছেলে আলী আজগর (৩২)।
থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানায়, গোপালপুর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করার সময় সংবাদ পাই, ওই এলাকার জয়নাল মিয়ার সেচপাম্পের পাশের ফাঁকা জমিতে কতিপয় ব্যক্তি তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলতেছে। সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জুয়া খেলার উপকরণ ও নগদ টাকা জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, আসামীরা প্রকাশ্য স্থানে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি মাদকসহ যাবতীয় অপরাধমুক্ত সমাজ গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.