দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

ধনবাড়ীতে মাদক সম্রাট দুই ব্যবসায়ী যুবক আটক

0

এস.এম আব্দুর রাজ্জাক:

টাংগাইলের ধনবাড়ীতে গোপন সংবাদে ভিত্তিতে গতকাল ধনবাড়ী থানার এস,আই মো,সবুজ আহমেদ, এ এসআই মো,দেলোয়ার হোসেন এ এস আই আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে হাজরাবাড়ী পল্লী বিদুৎ সংলগ্ন ঢাকা – জামালপুর হাইওয়ে রোড থেকে দুই যুবকে তল্লাশি করে পাঁচ শতগ্রাম গাঁজা সহ তাদেরকে আটকে করে থানা পুলিশ। গাঁজা ব্যযবসাহিরা হলেন ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরাচালা গ্রামের, সুরুজ আলীর ছেলে খোরশেদ আলম, একই গ্রামের নূরুল ইসলাম এর ছেলে জুয়েল মিয়া। ধনবাড়ী থানার ওসি তদন্ত মো, ইদ্রিস হোসাইন জানান মাদক আইনে নিয়মিত মামলায় অভিযুক্তদের ২৪ জুলাই ২০২৩ইং তারিখে আদালতে প্রেরণ করা হয়েছে।  আসামীরা দীর্গদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানান ।

Leave A Reply

Your email address will not be published.