দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

গোপালপুরে খাওয়ার অনুপযোগী মাংস বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা

0

মো. সেলিম হোসেন,  গোপালপুর-টাঙ্গাইল:
টাঙ্গাইলের গোপালপুরে দুর্গন্ধযুক্ত খাওয়ার অনুপযোগী ব্রয়লার মুরগির মাংস ফেরি করে বিক্রি করার অপরাধে বাবু মিয়া নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।  মঙ্গলবার দুপুরে পৌরসভার ডুবাইল বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত ব্যবসায়ী কালিহাতী উপজেলার নারিন্দিয়া উপজেলার সেন্টু মিয়ার ছেলে।


জানা যায়, মধুপুর উপজেলা থেকে ওই ব্যবসায়ী স্বল্প টাকায় ড্রেসিং করা মুরগির অস্বাস্থ্যকর ও খাওয়ার অনুপযোগী মাংস ভ্যানগাড়ী করে গোপালপুর উপজেলার বিভিন্ন বাসাবাড়ীতে ১শত টাকা কেজি ধরে বিক্রি করতে ছিল।  দাম কম হওয়ায় অনেকে তার কাছ থেকে অস্বাস্থ্যকর মাংস কিনেছেন।
পরে তাকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক  পাঁচশত টাকা জরিমানা ও ত্রিশ কেজি খাওয়ার অনুপযোগী মাংস মাটিতে পুঁতে ফেলা হয়। এসময় প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত।

Leave A Reply

Your email address will not be published.