বিএনপি-জামায়াত অন্যায়ভাবে রাস্তা ঘাটে আগুন সন্ত্রাস করলে দাত ভাঙ্গা জবাব দিতে আমরা প্রস্তুত – নৌকার মনোনয়ন প্রত্যাশী আব্দুর রশিদ

স্টাফ রিপোটার
:জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ১৪১-জামালপুর-৪ (সরিষাবাড়ী ) আসনের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী তেজগাও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ বলেছেন,বিএনপি-জামাত অন্যায়ভাবে রাস্তা ঘাটে আগুন সন্ত্রাস করলে অন্যায় আচরন করলে যে কোন মুর্হুতে দাত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তত থাকব। গতকাল শনিবার (২৯ জুলাই) সন্ধা ৬ টায় সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য,অগ্নি সন্ত্রাস,দেশ বিরোধী ষড়যন্ত্র, প্রতিহত করতে এবং নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ(অবসর) আব্দুর রশিদ এর মনোনয়নের দাবীতে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন চত্বর থেকে শিমলা বাজার,আমতলা,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে হাজার হাজার নেতা-কর্মী ও সর্মথকদের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা,ছাত্র,শ্রমিক,জনতার বিশাল গণমিছিল শেষে গণসমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে অধ্যক্ষ (অবসর) আব্দুর রশিদ তার বক্তব্যর একাংশে এ কথাগুলো বলেছেন। এ বিশাল গণমিছিল ও গণসমাবেশ সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজন করে। তিনি আরোও বলেছেন আমি নির্বাচিত হলে আলহাজ্ব মীর্জা আজম যে ভাবে তার এলাকায় উন্নয়নের জোয়ারে সাজিয়েছে আমিও সেইভাবে সরিষাবাড়ী উপজেলাকে মডেল সরিষাবাড়ী হিসেবে রুপান্তর করব। গণ সমাবেশে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি পৌর মেয়র মনির উদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথী হিসেবে জামালপুর সরিষাবাড়ী আসনের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী আব্দুর রশিদ বক্তব্য রাখেন। আরোও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাও কলেজের অধ্যক্ষ ড.হারুন অর রশিদ প্রমুখ।গণসমাবেশটি পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সঞ্চালনা করেন।এতে জনপ্রতিনিধি ,আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্মথকরা উপস্থিত ছিলেন।
