দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

ধনবাড়ীতে পোস্টার লাগানোর চেস্টাকালে জনতার হাতে আটক

0
ধনবাড়ীত টাংগাইল প্রতিনিধি :
বিক্ষুব্ধ জনতার হাতে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ছরোয়ার আলম খান আবুর মেয়ের জামাই রাছেল সহ চার জন আটক।
গত কাল গভীর রাতে ধনবাড়ী উপজেলার নৌকার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বীরতারা ইউনিয়নের বাশঁ নিয়োগী গ্রামে ছরোয়ার আলম খানের পোস্টার লাগানোর চেস্টাকালে তাদের আচরণ সন্দেহ জনক হওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওযা করে মোঃ রাছেল, বাবলু, মিথুন ও আক্তার কে আটক করে। পরে বিক্ষুব্ধ জনতা জিজ্ঞাসাবাদ করে ভোরে স্থানীয় থানা পুলিশের কাছে সোপর্দ করতে চাইলে উপস্হিত জনতার কাছে ক্ষমা প্রার্থনা করে স্হানীয় এক জনপ্রতিনিধির সুপারিশে তারা মুক্তি পায়।
Leave A Reply

Your email address will not be published.