দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

স্বপ্ন বুনন এর উদ্যোগ, অসহায় বৃদ্ধা মতি রানী পেলেন মাথা গোঁজার ঠাঁই

0

স্টাফ রিপোর্টার:: “স্বপ্ন বুনন মধুপুর” ফেসবুক গ্রুপের মাধ্যমে শুক্রবার (৪ আগষ্ট) অসহায় গৃহহীন বৃদ্ধা মতি রানীর ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে। অসহায় গৃহহীন মতি রানীর বাড়ি টংগাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ গ্রামে। স্বপ্ন বুনন আশ্রয় গড়ে দিতে সক্ষম হয়েছে এই ৮০ উর্দ্ধো বৃদ্ধা মতি রানী বর্মণের। ছিলো ভাঙ্গাচুড়া মাটির দেয়ালে কয়েক পাতা টিনের জুপড়ি ঘর, তাতে ছিলো পলিথিনে মোড়ানো, বৃষ্টি এলে জড়োসড়ো হয়ে বসে থাকতো দেয়াল ঘেঁষে। ছিলোনা কোন থাকার মত চৌকি (খাট) বাশের মাচার উপর ছালা বিছিয়ে কাটিয়ে দিয়েছে বছরের পর বছর। জীবনের শেষ ধাপে আসা এই বৃদ্ধা মানুষটিকে স্বপ্ন বুনন মধুপুরের ফেসবুক গ্রুপের পক্ষ থেকে দেয়া হয়েছে নতুন ঘর, নতুন চৌকি (খাট) তোষক, বালিশ বিছানা, মশারী, ফ্যান, লাইট, চাদর ও ১/২ মাস খাওয়ার জন্য খাদ্য সামগ্রী। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর টাংগাইল সাংবাদিক ফোরামের সভাপতি ও গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জনাব জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সমাজসেবা অফিসার জনাব ইসমাইল হোসেন, স্বপ্ন বুনন মধুপুর ফেইসবুক গ্রুপ ক্রিয়েটর ও সিনিয়র এডমিন সামিউল আলম,সিনিয়র এডমিন রবিউল ইসলাম, মোঃ সেলিম রেজা, মো মাহিন ইসলাম পরাণ, ইন্দ্রজিত, মো রাসেল রানা, আবুবকর সিদ্দিক, তমাল, সাদিকা, মেঘলা ও লিমা রহমান সহ এলাকার জনহিতৈষী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.