দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

জামালপুরে পুত্রবধু ধর্ষষ মামলায় গ্রেপ্তার শশুর

0

জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পলাতক অবস্থায় জামালপুর রামনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার সকাল ৬ টার দিকে জামালপুর সদরে রামনগর এলাকা থেকে অভিযুক্ত শশুর আজিজ মিয়াকে (৫৫) গ্রেপ্তার করে র‌্যাব-১৪।

স্থানীয়রা জানান, আজিজ মিয়ার ছেলে মোঃহাবিবুর রহমান (২৬)কুয়েত প্রবাসী।তাই বাড়িতে পুত্রবধূ একা থাকার সুযোগে আজিজ মিয়া ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।

এসময় গৃহবধুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আজিজ মিয়া দ্রুত পালিয়ে যান।পড়ে ভোক্তভোগী বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, র‍্যাবের হাতে গ্রেপ্তারের পর র‍্যাব সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। পরে সদর থানা পুলিশ আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.