
জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ এর শ্রেষ্ঠ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল ধনবাড়ী উপজেলার অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি, ফারাহ ফাতিহা তাকমিলা, ধনবাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা সহ আরো অনেকেই।
ধনবড়ী উপজেলার শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল হাছান।
ধনবাড়ী উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন, আছিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: ইকবাল হোসেন তালুকদার, ধনবাড়ী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়, ধনবাড়ী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয় সাকিনা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের,মাহাতাবুর রহমান খান সহ আরো
বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।