দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

বিয়ে নিয়ে মেয়েদের যে বিশেষ পরামর্শ দিলেন মিয়া

0

কয়েক বছর আগেও বিশ্বের নাম্বার ওয়ান পর্ন তারকা ছিলেন মিয়া খলিফা। ছেড়েছেন সে পেশা। সেই মিয়াই এবার বিয়ে নিয়ে মেয়েদের দিলেন বিশেষ পরামর্শ। সম্প্রতি টিকটকে বিয়ে নিয়ে বেশ কিছু কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। সেই ভিডিওই ভাইরাল নেট দুনিয়ায়।

তবে ভিডিওতে যে বার্তা দিয়েছেন মিয়া, তার সঙ্গে সহমত নন অনেকেই। অনেকের আবার মন্তব্য, মিয়ার মতো একজন কী করে বিয়ে নিয়ে কথা বলতে পারে! তবে অনেকের আবার মত, বিয়ে নিয়ে আজকের দিনে কিছুটা হলেও ঠিক কথাই বলেছেন মিয়া।

কিন্তু বিয়ে নিয়ে কী এমন বার্তা দিলেন প্রাক্তন এই পর্ন তারকা?

মিয়া ইতোমধ্যে দুটি বিয়ে করেছেন। এখন তিনি তৃতীয় একটি সম্পর্কে রয়েছেন। এর আগে আমেরিকান ফুটবলারের সম্পর্ক ভাঙার নেপথ্যে জড়িয়েছিল মিয়া খলিফার নাম। ভিডিওতে সেই প্রসঙ্গও উঠে আসে। মেয়েদের বিয়ে নিয়ে পরামর্শ দেয়া হয়েছে ওই ভিডিয়োতে।

মিয়া খলিফা বলেন, তিনি ১৮ বছর বয়সে প্রথম বিয়ে করেন। কিন্তু তাতে সুখী না হওয়ায় ২১ বছর বয়সে ডিভোর্স দিয়ে দেন। পরের বিয়েটি ২৫ বছর বয়সে করেন তিনি। এরপর ২৮-এ ডিভোর্স। এরপর ২৯ বছর বয়সে আরেকটি সম্পর্কে জড়ান তিনি।

তার কথায়, বিয়েটা খুব বড়সড় ব্যাপার নয়। এটা একটা সাধারণ কাগজের বোঝাপড়া। কোনো সম্পর্কে থাকতে গিয়ে যদি ভালো না লাগে, বেরিয়ে আসার সম্পূর্ণ অধিকার রয়েছে একজনের। মেয়েদের বিয়ে মানেই খুব বড় একটা কিছু ভাবতেও বারণ করেন তিনি।

ভিডিওটির বিরোধিতা করেছেন অনেকে। কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। এক নেটিজেন লেখেন, ‘অনেক পুরুষই মিয়া খলিফার ভিডিও দেখে জীবনের কিছুটা সময় কাটিয়েছে। সেই তারাই এখন মিয়ার গুরুত্বপূর্ণ কথার বিরোধিতা করছে!’

অনেকে বিরোধিতা করলেও কেউ কেউ প্রকাশ্যে তাকে সমর্থন করেছেন। বিয়ে মানেই নিজের সব ভালো লাগা না লাগা বিসর্জন দেয়া নয়। তাই দরকার পড়লে সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায় বলেই মনে করছেন অনেকে।

 

Leave A Reply

Your email address will not be published.