দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

রিজভী আমার বাপের বয়সি, তাকে মাফ করে দেয়া হোক: হিরো আলম

0

অর্ধপাগল ও অর্ধশিক্ষিত বলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন ইউটিউব ও ফেসবুকের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

তবে এজলাস থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘রিজভী আমার বাপের বয়সি, তাকে মাফ করে দেয়া হোক।’ অন্যদের সতর্ক করতেই মামলাটি করেছেন বলেও জানান হিরো আলম।

সোমবার দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান স্বঘোষিত এই হিরো। এরপর তার আইনজীবী মুনসুর আলী রিপনের মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন। আবেদনে চারজনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে। মামলায় দণ্ডবিধির ৫০৬/৫০১/৫০৬ ধারার অভিযোগ আনা হয়েছে।

এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ১৩ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।

এজলাস থেকে বেরিয়ে হিরো আলম বলেন, ‘রিজভী আমার বাপের বয়সি, তাকে মাফ করে দেয়া হোক। মানুষ মাত্রই ভুল করে। এ জন্য আমি মামলা করতে চাইনি। তবে ভবিষ্যতে যেন আওয়ামী লীগ-বিএনপির কোনো লোক আমাকে নিয়ে বকাবকি করে কথাবার্তা না বলে, তাই আমি আদালতে এসেছি। ভবিষ্যতে আমাকে গালিগালাজ করলে আমি কাউকেই ছাড় দেব না।’

এর আগে হিরো আলমের আইনজীবী মুনসুর আলী রিপন আদালতে যুক্তি উপস্থাপন শুনানিতে বলেন, ‘একজন মৃত মানুষের বিপক্ষেও মানহানিকর বক্তব্য দেয়া উচিত না। আর হিরো আলম একজন পরিচিত মুখ। তিনি একাধিক বার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। তাকে মামলার আসামি (রিজভী) যেভাবে কটূক্তি করেছেন সেটা কোনোভাবেই উচিত হয়নি।’

এর আগে একই অভিযোগে রবিবার দুপুরে ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ জানান হিরো আলম।

গত শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রিজভী তার বক্তব্যে বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত লোক নির্বাচনে অংশ নিয়েছে।’ এই বক্তব্যে তার মানহানি হয়েছে বলে দাবি হিরো আলমের।

Leave A Reply

Your email address will not be published.