
এস.এম আব্দুর রাজ্জাক:
টাংগাইলের ধনবাড়ী থানা এলাকায় একজন লোক পাওয়া গেছে। তিনি ধনবাড়ী থানায় আছে সঠিক ঠিকানা বলতে পারে না।
বিষয়টি ধনবাড়ী থানার মানবিক পুলিশ ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার ফেসবুকে লেখেন-ধনবাড়ী থানা এলাকায় এই আঙ্কেলকে পেয়ে একজন মানবিক ব্যক্তি থানায় নিয়ে আসেন। তিনি কথা বলতে পারেনা,শুধু বাড়ী কোথায় জিজ্ঞেস করলে বলে, জামালপুর। তাকে চিনে এমন কাউকে ধনবাড়ী থানায় যোগাযোগ করতে অনুরোধ করছি। ওসি ধনবাড়ী থানা 01320096625 অথবা সাংবাদিক:01619396649