
স্টাফ রিপোটার: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভার অধীন ২৮ হাজার ৬০০ শত উপকারভোগীর মাঝে টিসিবি’র পণ্য বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার মরহুম আব্দুল মালেক এর গুদাম থেকে পৌর ৪ নং ওয়ার্ডের ৪৮২ উপকার ভোগীদের মাঝে শান্তিপুর্ণ সারিবদ্ধভাবে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে দেখা গেছে। প্যাকেজে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি মুসুর ডাল, ২ লিটার সয়াবিন তৈল যার মুল্য ৪৭০ টাকায় বিতরণ করা হয়েছে। এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেন, পৌর কাউন্সিলর আব্দুল হক তরফদার, টিসিবি ডিলার সমবায় সমিতির সভাপতি ও মেসার্স হলি ট্রেডার্স এর প্রেপাইটার মন্টু লাল তেওয়ারী উপস্থিত ছিলেন। টিসিবি’র পণ্য পেয়ে খুশী উপকারভোগীরা।