দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

বাশঁখালী তে মাদরাসায় সুপার পদে নিয়োগ কার্যক্রমে অনিয়মের অভিযোগ

0

মুহাম্মদ আব্দুর রশিদ (বাশঁখালী প্রতিনিধি, চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলার বাশঁখালী উপজেলার শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদরাসায় সুপার পদে নিয়োগ কার্যক্রম এ অনিয়মের অভিযোগ উঠেছে।উক্ত মাদরাসায় সুপার সহ কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কয়েক দফা। প্রথম বিজ্ঞপ্তিতে কোন প্রার্থী সুপার পদে আবেদন না করায় দ্বিতীয় বিজ্ঞপ্তি দেয়ার পরে অত্র মাদরাসার সহঃ সুপার জাকের আহমদ ও তার ভায়রা  পশ্চিম বড়ঘোনা রহমানিয়া দাখিল মাদরাসার সহঃ সুপার ও ঐ মাদরাসার সুপার পদে আবেদিত প্রার্থী এবং বাল্য বন্ধু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সহঃ সুপার কে প্রার্থী হিসেবে দেখিয়ে২৫/৩/২০২৩ ইংরেজি তারিখে  নিয়োগ পরিক্ষার আয়োজন করা হলে ও ম্যানেজিং কমিটির পছন্দের প্রার্থী অত্র মাদরাসার সহঃ সুপার জনাব জাকের আহমদ দ্বিতীয় স্থান এবং হবু সুপার এর ভায়রা ১ম স্থান ও তার বাল্যবন্ধু আবদুল হামিদ পাস মার্ক না পাওয়ায় এবং প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসার অনৈতিক কর্মকান্ডে সহযোগীতা না করায় উক্ত নিয়োগ বাতিল করতে বাধ্য হয় ম্যানেজিং কমিটি। পুনরায় বিজ্ঞপ্তি দেয়ার পরে অত্র মাদরাসার সহঃ সুপার কে সুপার পদে নিয়োগ দেয়ার জন্য চার জন ডামি প্রার্থী হিসেবে দেখানো সহ মোট ৬ জন প্রার্থী দেখানো হয়েছে তৎমধ্যে তার ভায়রা কে আবারও প্রার্থী হিসেবে আবেদন করায়।আবেদিত ৬ জন প্রার্থী সবাইকে বৈধ প্রার্থী দেখিয়েবিগত ১২ই জুলাই  ২০২৩ইংরেজি তারিখে  ডিজি মহোদয়ের প্রতিনিধি হিসেবে ছিপাতলি জামেয়া গাউছিয়া মঈনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ কে মনোনয়ন নেন ম্যানেজিং কমিটির আজ্ঞাবহ ভারপ্রাপ্ত সুপার। আবেদিত প্রার্থীদের মধ্য হতে একজন প্রার্থী মুহাম্মদ আব্দুর রশিদ বিগত ৬/৭/২০২৩ ইংরেজি তারিখে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বাশঁখালী, চট্টগ্রাম বরাবরে নীতিমালা অনুযায়ী যোগ্যতা বিহীন প্রার্থী কে বৈধ্যপ্রার্থী হিসেবে দেখাতে ও যাছাই বাছাই  কমিটির সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে  অভিযোগ দাখিল করিলে তিনি উক্ত অভিযোগ একাডেমি সুপার ভাইজার কে তদন্তের দ্বায়িত্ব দেন। তিনি১৭/৭/২০২৩ ইংরেজি তারিখে  অভিযোগ কারি কে না জানিয়ে এবং কোন প্রকার নোটিশ জারি না করে তদন্ত করিলে তার তদন্তের বিরুদ্ধে পুনরায় ১৮/৭/২০২৩ ইংরেজি তারিখে তদন্তের  আবেদন করেন অভিযোগ কারি। মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়  তাহা পুনঃ তদন্তের জন্য  মাননীয়  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে পুনরায় তদন্তের দ্বায়িত্ব দেন।তিনি সরেজমিনে ও নোটিশ জারির মাধ্যমে  তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন যে যাছাই বাছাই কমিটি ৬ জন প্রার্থী সবাইকে বৈধ প্রার্থী দেখিয়ে সে অনুযায়ী ডিজি মহোদয়ের প্রতিনিধি নেয়া হয়েছে কিন্তু তাহার তদন্তে  একজন প্রার্থী এম পিও নীতিমালা অনুযায়ী ও কাংখিত  যোগ্যতা বিহীন প্রার্থী আছে তাই তাহার আবেদন বাতিল হয়ে যায়।  এই ব্যাপারে অভিযোগ কারি ও এলাকাবাসীর প্রশ্ন ৬ জন প্রার্থী সবাইকে বৈধ প্রার্থী দেখিয়ে ডিজি মহোদয় এর প্রতিনিধি নেয়ার পরে তদন্তে একজন প্রার্থী অবৈধ ঘোষিত ওপ্রার্থীতা বাতিল হওয়া সত্তে ও কিভাবেই উক্ত নিয়োগ কার্যক্রম বৈধতা পেতে পারে?এলাকাবাসী অভিযোগ তুলে বলেন উক্ত মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি যেকোনো মূল্যে অত্র মাদরাসার সহঃ সুপার জাকের আহমদ কে সুপার পদে নিয়োগ দিবে।অভিযোগকারি সংশয় প্রকাশ করেন অত্র মাদরাসার ম্যানেজিং কমিটি ডিজি মহোদয় এর প্রতিনিধির মাধ্যমে অবৈধ পন্থা অবলম্বন করে এবং অভিযোগ কারিকে না জানিয়ে নিয়োগ কার্যক্রম দেখিয়ে অত্র মাদরাসার সহ; সুপার জনাব জাকের আহমদ কে সুপার পদে নিয়োগ দিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি এর নাম্বারে ফোন দিও বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি তবে ভারপ্রাপ্ত সুপার এর সাথে কথা বললে তিনি জানান সমস্ত কাগজ পত্র সভাপতি সাহেবের কাছে তিনিই ভালো জানবেন।  অভিযোগ কারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর বরাবরে প্রদত্ত আবেদনের কপি ইমেইল করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর এ প্রেরণ করেছেন। তাই ত্রুটিপূর্ণ বিজ্ঞপ্তি বাতিল অথবা নতুন ভাবে আবেদন করে এবং  প্রতিনিধি পরিবর্তনের দাবি করেন অভিযোগ কারি।
Leave A Reply

Your email address will not be published.