
মো: আব্দুল গফুর
জামালপুর সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তর প্রধান, শিক্ষক ও সুশীল সমাজের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন জামালপুরের নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অডিটোরিয়ামে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন প্রমুখ।
মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।