
এশিয়া কাপে অংশগ্রহণের জন্য রোববার (২৭ আগস্ট) শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এশিয়া কাপকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা, দলের অবস্থানসহ নানা বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক। দুজনই, প্রস্তুতি নিয়ে শতভাগ সন্তুষ্টির কথা জানিয়েছেন। তাই এশিয়া কাপে এবার ভালো কিছুর প্রত্যাশায় আছে গোটা দল। তবে ইনজুরির কারণে এশিয়া কাপের দলে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।
শনিবার (২৬ আগস্ট) সংবাদ সম্মেলনে সাকিবের কাছে জানতে চাওয়া হয়, এশিয়া কাপে না খেললেও তামিম যদি ইনজুরেত না পড়েন তাহলে বিশ্বকাপ খেলবেন। একজন অভিজ্ঞ ক্রিকেটার যোগ দিলে দলের জন্য এবং অধিনায়কের জন্য কতটুকু সুবিধা। এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘যে কোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। তবে তারা দলকে কতটুকু দিতে পারে তার উপর নির্ভর করছে সব কিছু। অবশ্যই অভিজ্ঞতার একটা দাম আছে। অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে, কন্ডিশন সম্পর্কে তার ধারণা থাকে, বড় বড় টুর্নামেন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকে। তা যখন ড্রেসিং রুমে শেয়ার করে তখন নতুন ক্রিকেটারদের জন্য বিষয়গুলো সহজ হয়ে যায়।’
নিজেদের প্রস্তুতি নিয়ে সাকিব আরও বলেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব্যাটাররা রান পায়। এবারও তেমন কিছু্ হবে। এজন্য বোলারদের বেশ চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’