দৈনিক নবতান
জনতার সংসদ

বাসর রাতেও ‘এমআর-৯’-এর চিত্রনাট্য লিখেছেন নাজিম!

0

বিনোদন প্রতিবেদক

শুক্রবার একযোগে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জনপ্রিয় গোয়েন্দা সিরিজ মাসুদ রানার ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘এমআর-৯’।

২০২১ সালের এপ্রিলে শুরু হওয়া এই সিনেমাটি দর্শকের সামনে আনতে যে সংশ্লিষ্টদের ব্যাপক পরিশ্রম করতে হয়েছে সেটা জানা গেল সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে।

সেখানে ‘এমআর-৯’-এর একজন এক্সিকিউটিভ টিম মেম্বার দাবি করেন, বাসর রাতেও সিনেমাটির চিত্রনাট্য লিখতে হয়েছে চিত্রনাট্যকার নাজিম উদ দৌলাকে। তার কথায়, ‘একেবারে শুরু থেকেই আমি ছিলাম। চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা তার বাসর রাতেও ‘এমআর-৯’ এর চিত্রনাট্য লিখেছেন। এটা তার জন্য ইতিহাস!’

অন্যদিকে চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা বলেন, ‘এই স্ক্রিপ্ট ২০ বার ড্রাফট হওয়ার পরে জাজের পক্ষ থেকে নিজে কাজী আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করেছিলাম। পুরোটা শোনার সময় তিনি কোনো এক্সপ্রেশন দেননি। পরে তিনি তার সেবা প্রকাশনীর লোকদের ডেকে জানান, এর চেয়ে ভালো স্ক্রিপ্ট হতে পারতো না। সুতরাং তিনি এই স্ক্রিপ্টের বিষয়ে অবগত কি না এতে কোনো সন্দেহ নেই। তার সম্মতি নিয়ে করা। তিনি আমাদের পাশে না থাকলেও তার মেমোরি থাকবে।’

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘মঙ্গলবার এমআর নাইনের ইংরেজি ভার্সন সেন্সর পেয়েছে। এটি দেশের সবগুলো সিনেপ্লেক্সে ২৫ আগস্ট থেকে চলবে। বাংলা ডাবিং করা অংশ যদি বৃহস্পতিবারের মধ্যে সেন্সর পায়, তবে এ সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনেও চলবে। নইলে পরের সপ্তাহ থেকে চলবে।’

‘এমআর-৯’-এ মাসুদ রানার চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। তার বিপরীতে আছেন ভারতীয় অভিনেত্রী সাক্ষী প্রধান। অন্যান্য চরিত্রে আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি।

আসিফ আকবর পরিচালিত বিগ বাজেটের এই সিনেমায় হলিউডের কয়েকজন শিল্পীও অভিনয় করেছেন। তাদের মধ্যে আছেন মাইকেল জেই হোয়াইট, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, ওলেগ প্রাডিউস, কেলি গ্রেসন।

Leave A Reply

Your email address will not be published.