দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

নীলক্ষেতে আন্দোলনে একের পর এক শিক্ষার্থী অসুস্থ পড়েছেন

0

রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। এক দফা দাবিতে আন্দোলন করছেন তারা।

রোববার (২৭ আগস্ট) এ কর্মসূচি পালন করতে গিয়ে সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে শিক্ষার্থীরা বলছেন, ঢাবির প্রহসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওই সাতজন বিষপান করে অসুস্থ হয়ে পড়েছেন। তবে শিক্ষার্থীদের এই দাবির সত্যতা প্রাথমিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনে যোগ দেন ৭ কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আলম (২৪) তকিবুর রহমান বাপ্পি (২৪) সোনিয়া আক্তার (২৩) মাহফুজ (২৪) ও রাজিব (২২)। রোববার দুপুরের দিকে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢামেকে নিয়ে আসা হয়।

চিকিৎসকরা বলেছেন, হাসপাতালে আসা শিক্ষার্থীদের কারও অবস্থা গুরুতর নয়।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিজিপিএর শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার এক দফা দাবিতে গণ-অনশন করার ঘোষণা দেন।

Leave A Reply

Your email address will not be published.