দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

ভারতের চন্দ্রবিজয় নিয়ে সিনেমার নাম নিবন্ধনের দৌড়ে

0

আমেরিকা, রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে পৌঁছেছে ভারত। তবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতই প্রথম অবতরণ করেছে।

গত ২৩ আগস্ট চাঁদের মাটিতে ‘চন্দ্রযান-৩’ এর সফল অবতরণের পর আনন্দের বন্যা বইছে গোটা ভারতে। এবার শোনা যাচ্ছে, সাফল্যের এ কাহিনির অনুপ্রেরণায় সিনেমা তৈরি করার জন্য একাধিক প্রযোজকরা ভিড় জমিয়েছেন প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া, ইমপ্পা, আইএফটিপিসির অফিসে। সেখানে এই ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা যাবে এমন একাধিক সিনেমার নাম নিবন্ধনের আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

ইমপ্পার একজন কর্মী এই বিষয়ে জানান, ইতিমধ্যেই একাধিক প্রযোজক এবং প্রোডাকশন হাউজ তাদের সিনেমার নাম নথিভুক্ত করতে এসেছে। এর মধ্যে ‘চন্দ্রযান ৩’, ‘মিশন চন্দ্রযান ৩’, ‘চন্দ্রযান ৩: দ্য মুন মিশন’, ‘বিক্রম ল্যান্ডার’, ‘ভারত চাঁদ পার’ এসব নাম রয়েছে।

তিনি আরও জানান, এরইমধ্যে তারা বহু আবেদন পেয়েছেন যদিও তার মধ্যে নামমাত্র কয়েকটিকেই অনুমতি দেবেন। আগামী সপ্তাহে তারা এই আবেদনগুলো খতিয়ে দেখবেন। পুলওয়ামা অ্যাটাকের পরও এই একই জিনিস ঘটেছিল। তবে তারা বেছে বেছে সেগুলোকেই নির্বাচন করে অনুমতি দেবেন যেগুলোকে সঠিক বলে মনে করছেন।

Leave A Reply

Your email address will not be published.