
গ্রীষ্মকালীন দলবদলের শেষ সপ্তাহের প্রথম সকালটা শুরু হয়েছে বড় খবর দিয়ে। মোহামেদ সালাহ নাকি লিভারপুলকে জানিয়ে দিয়েছেন, তিনি সৌদি ক্লাব আল ইত্তিহাদে যেতে চান। সন্ধ্যায় খবর মিলেছে, মিসরীয় তারকার স্বাস্থ্য পরীক্ষার জন্য ক্লিনিকও ঠিক হয়ে গেছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইত্তিহাদে যোগ দিলে সালাহ হবেন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড়!
সৌদি আরব থেকে পাওয়া খবরে দাবি করা হয়েছে, গতকালই শেষবারের মতো লিভারপুলের পক্ষে নেমেছেন সালাহ। ‘কেএসএ স্পোর্টস টিভি’ জানিয়েছে, গতকাল নিউক্যাসলের বিপক্ষে ম্যাচটি খেলেই অলরেডদের বিদায় জানাবেন সালাহ।
এরপরই তিনি দুবাই উড়ে যাবেন স্বাস্থ্য পরীক্ষার জন্য। জানা গেছে, তারকা এ ফরোয়ার্ডের ট্রান্সফার ফি বাবদ ১০০ মিলিয়ন ইউরো দিতে চাইছে ইত্তিহাদ।