দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

লিভারের রোগে মারা গেলেন অভিনেতা জগদীশ্বরন

0

লিভারের রোগে মারা গেলেন দক্ষিণী সিনেমার অভিনেতা ভাদিভেলুর ছোট ভাই জগদীশ্বরন। মাদুরাইয়ের ইরাভাথানাল্লুরে নিজ বাসভবনে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। সোমবার তার মৃত্যুর কথা জানানো হয়েছে সংবাদমাধ্যমে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, অভিনেতা জগদীশ্বরন লিভারের রোগে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়েছে পরিবারের সদস্যরা। তারকা পরিবারের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা সমবেদনা জানিয়েছেন।

অভিনেতা ভাদিভেলুর তিন ভাই ও দুই বোন। জগদীশ্বরন তামিল সিনেমায় কাজ করেছেন। কাধল আজিভাথিলাই ফিল্ম প্রোজেক্টের অংশ হয়েছিলেন। যেটির মাধ্যমে তামিল সিনেমায় প্রধান চরিত্রে ডেবিউ হয়েছিল অভিনেতা সিলাম্বরাসানের। সিনেমায় তেমন সাফল্য না পাওয়ায় মাদুরাইতে টেক্সটাইল ব্যবসা শুরু করেছিলেন জগদীশ্বরন।

এক সাক্ষাৎকারে জগদীশ্বরন জানিয়েছিলেন, তার ভাই ভাদিভেলু সবসময় তার প্রতি সহায়ক ছিলেন এবং তাদের সব ভাই-বোনদের যত্ন নিতেন।

চলতি বছরের জানুয়ারিতেই বয়সজনিত অসুস্থতার কারণে মাকে হারান অভিনেতা ভাদিভেলু-জগদীশ্বরন। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠার আগেই এবার ভাই জগদীশ্বরনকে হারালেন ভাদিভেলু।

সম্প্রতি ভাদিভেলুকে মারি সেলভারাজ পরিচালিত মামাননান সিনেমায় দেখা গেছে। সিনেমাটি দর্শকমহলে সাড়া ফেলেছিল এবং তার চরিত্রটি সমালোচক ও দর্শক দ্বারা প্রশংসিত হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.