দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

জেবা চৌধুরীর জায়গায় জেবা জান্নাতের ছবি, বিব্রত অভিনেত্রী

0

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় চলচ্চিত্র নায়িকা হিসেবে পরিচয়দানকারী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জামিন নিয়ে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন আদালত।

তবেই এই নিউজে গণমাধ্যমগুলো জেবা চৌধুরীর ছবির পরিবর্তে অভিনেত্রী জেবা জান্নাতের ছবি ব্যবহার করে। এতে বিব্রত হচ্ছেন অভিনেত্রী জেবা জান্নাত।

একটি গণমাধ্যমকে অভিনেত্রী জেবা জান্নাত বলেন, বেশকিছু গণমাধ্যমে জেবা চৌধুরীর জায়গায় আমার ছবি ব্যবহার করা হয়েছে। ওই নিউজে আমার ছবি দেখে আমি তো আকাশ থেকে পড়েছি। সেটা দেখে আমার পরিচিতজনরা সবাই আমাকে ছবি পাঠাচ্ছে। তারা আমাকে নিয়ে টেনশন করছেন। আমার জন্য এটা সত্যিই বিব্রতকর।

এ সময় গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তিনি বলেন, দেশের প্রথম সারির গণমাধ্যমের নিউজ/ছবির ক্রস চেক করবে না? সামনে যেটা পাবে সেটা নিয়েই নিউজ পাবলিশ করে দেবে? এটা তো ঠিক না।

প্রসঙ্গত, অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

Leave A Reply

Your email address will not be published.