
‘ছায়াবাজ’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। এতে তার নায়িকা হিসেবে থাকছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গত ৮ আগস্ট এমন খবর প্রকাশিত হয়েছিল সমকালে। সে সময় সিনেমাটি জায়েদ খানের সঙ্গে চূড়ান্ত কোনো কথা হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছিলেন।
বুধবার সমকালকে জায়েদ খান নিজেই জানালেন সিনেমাটি তিনি করছেন। দুইদিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। জায়েদ বলেন, ‘যখন খবর প্রকাশিত হয় তখন সিনেমাটিতে আমি চুক্তিবদ্ধ হয়নি দেখে না করেছিলাম। এখন চুক্তিবদ্ধ হয়েছি। সব কিছু কনফার্ম করার পরই নিশ্চিত করে জানালাম।’
এদিকে সিনেমাটিতে শুটিং করতে আজ ঢাকায় এসে পৌছেছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা। বিমানবন্ধরে তাকে ফুল দিয়ে বরণ করেন জায়েদ খান। তিনি বলেন, ‘সিনেমাটিতে আমার বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা। আজ দুপুরে তিনি ঢাকায় এসেছেন। বিমানবন্ধনে তাকে ফুল দিয়ে বরণ করি । আজই আমরা সায়ন্তিকাকে নিয়ে কক্সবাজার যাচ্ছি। সেখানে টানা শুটিং করব।’
‘ছয়াবাজ’ সিনেমাটি নির্মাণ করবেন তাজু কামরুল। বাংলাদেশের একক প্রযোজনায় নির্মিত হবে ছবিটি।
সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গিয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকার ঠিক পাঁচ বছর পর শাকিব খান যখন কলকাতার আরেক নায়িকা ইধিকা পালকে নিয়ে ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের স্বাদ নিচ্ছেন তখন সায়ন্তিকা এলেন ঢাকাই ছবির আরেক খানের বিপরীতে অভিনয় করতে।