দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

শাহরুখের ‘জাওয়ান’র মুখোমুখি ঝন্টুর ‘সুজন মাঝি’

0

শাহরুখ খানের ‘জাওয়ান’ ঝড়ে কাঁপছে গোটা বিশ্ব। সেই উন্মাদনার বিরাজ করছে বাংলাদেশেও। দেশের ৪১টি সিনেমা হলে শুক্রবার থেকে চলছে ছবিটি। এরমধ্যে ফেরদৌস ও নিপুণ অভিনীত দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত দেশীয় ছবি ‘সুজন মাঝি’ মুক্তি পেল দেশের ১৯ সিনেমা হলে।

একইদিনে দেশের আরও দুই ছবি অন্তর্জাল ও দুঃসাহসী খোকা মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায়। তবে মুক্তির অবস্থানে অনড় ছিলেন নির্মাতা ঝন্টু।

শুরু থেকে তিনি বাংলাদেশে হিন্দি ছবি মুক্তির ঘোর বিরোধিতা করছেন। এবারও চাননি বাংলাদেশে বলিউডের ‘জাওয়ান’ মুক্তি পাক।

নির্মাতা ঝন্টু তার ছবি প্রসঙ্গে জানান, সুজন মাঝি গ্রামের গল্প। তিনি বলেন, ‘আমি মনে করি গ্রামের ছবিই মানুষ বেশি দেখে। এর প্রমাণও অতীতে দেখা গেছে। আমি আশা করি ছবিটি বাংলাদেশের সবার ভালো লাগবে। এটা মানুষের পছন্দের জন্য বানিয়েছি, কোনও পুরস্কারের জন্য বানাইনি।’

সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘এই গল্প নৌকার কথা বলবে, গ্রামের কথা বলবে। আমার, আপনার জীবনের কথা বলবে। নতুন প্রজন্ম এই ছবি দেখে অনেক কিছু জানতে পারবে, আমাদের দেশটা কেমন। এর সঙ্গে ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে ঠিক। তবে যারা ‘সুজন মাঝি’ দেখার, তারা ঠিকই দেখবে।’

Leave A Reply

Your email address will not be published.