দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

স্বর্গীয় মহেশ চন্দ্র স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে জনতার উপচে পড়া ভীড়

0

স্টাফ রিপোর্টার: স্বর্গীয় মহেশ চন্দ্র স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা দেখতে খেলার মাঠটি জনতার উপচে পড়া ভীড় জমে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা দিগন্ত স্পোটিং ক্লাবের আয়োজনে চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় এর সার্বিক সহযোগিতায় চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় চাপারকোনা দিগন্ত স্পোর্টিং ক্লাবের সভাপতি অজয় কৃষ্ণ রায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির কৃষি ও সমবায় বিষয়ক কমিটি সদস্য ও চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং ১৪১ জামালপুর-৪(সরিষাবাড়ী ) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন।
আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আনারুল হক তালুকদার, কৃষি বিষয়ক সম্পাদক দেওয়ান আলাউদ্দিন আল আজাদ, চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য অজয় কুমার ভৌমিক, হুমায়ুন কবীর, দোয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল ফকির, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) রুবেল মন্ডল, ডোয়াইল ইউপি মেম্বার ফরহাদ হোসেন শিমুল প্রমুখ সহ বিভিন্ন পেশাজীবী ও
দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্টের পরিচালনা করেন দিগন্ত স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শামীম।

উদ্বোধনী টুর্নামেন্ট ফুটবল খেলায় দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ব্রাদার্স ইউনিয়ন বনাম ধনবাড়ী উখারিয়াবাড়ি মিতালী ক্লাবের মধ্যকার খেলায় -ধনবাডী উখিরিয়াবাড়ী স্পোর্টিং ক্লাব-৪, দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ব্রাদার্স ইউনিয়ন-৩ গোলে ট্রাইবেকারে বিজয়ী লাভ করে। উক্ত টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.