ধনবাড়ীতে ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয় ও নওয়াব চ্যাম্পিয়ন
জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর ফাইনাল খেলা ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে উক্ত ফুটবল টুর্ণামেন্টের ফায়নাল খেলায় ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয় এর বালিকা দলকে ৬-০ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় এবং টাঙ্গাইল জেলার খেলার গৌরব অর্জন করে ধনবাড়ী উপজেলার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়।
একই দিন ছেলেদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন ৩-০ গোলে পাইস্কা উচ্চ বিদ্যালয় এর বালক দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মো: মাহবুবুর রহমান খান খসরু
প্রধান শিক্ষক সাকিনা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এর সঞ্চালনায়।
ধানবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি অনুপস্থিত থাকায় আমন্ত্রিত অতিথি গন বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হসান,এস এম মাসুদ কবির
নারী ফুটবল খেলার
আহবায়ক এসএম কবির
প্রধান শিক্ষক ধনবাড়ী মডেল কলেজিয়েট স্কুল,মীর আশরাফ হোসেন প্রতিষ্ঠা কালিন প্রধান শিক্ষক ধনবাড়ী মডেল কলেজ স্কুল, মো: তোফাজ্জল হোসেন তালুকদার প্রধান শিক্ষক পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়,আলহাজ্ব মাসউদুল আলম উচ্ছল, সভাপতি পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়,মোঃ রফিকুল ইসলাম বাবুল সভাপতি পাইস্কা উচ্চ বিদ্যালয়,মোঃ জাহাঙ্গীর আলম
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন
প্রমুখ।
ধনবাড়ী উপজেলায় ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিত-২০২৩ । ফাইনাল খেলার চ্যাম্পিয়ন, রানার্স আপ, ম্যাচ রেফারি, মাঠ পরিচালনার দায়িত্বে থাকা সকলকে সম্মানিত করে ধনবাড়ী উপজেলা শিক্ষা অফিস এর পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। খেলার ম্যাচ রেফারী ছিলেন মর্নিং টন চিরান । ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন হাইস্কুল ফুটবল মাঠে ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর ফাইনাল খেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং হাজার হাজার ফুটবল প্রেমি দর্শকরা উপস্থিত ছিলেন।