গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
‘স্মার্ট বাংলাদেশ বির্নিমানে উৎপাদনশীলতা’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে সোমবার (২ অক্টোবর) গাইবান্ধায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা কালেক্টরেট সম্মেলণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো। গাইবান্ধা বিসিকের সহকারী মহা-ব্যবস্থাপক রবীন চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদুর রহমান শাহান, বিসিক শিল্প নগরী কর্মকর্তা সুজন মিয়া, আবেদুর রহমান স্বপন, ফরিদা ইয়াসমিন, নওশের আলম, গোলাম কিবরিয়া, সুমন মিয়া, মোশারফ হোসেন প্রমুখ।