দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

বান্দরবানে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

0

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের দায়ে আলতাছ উদ্দিন (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচারক জেবুন্নাহার আয়শা এই রায় দেন।

একই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ের আরো একবছর কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের কাঠাল ছড়া এলাকার বাসিন্দা জকির আহাম্মদ ছেলে।

আদালত সূত্রে জানা যায়, লামা উপজেলার একই ইউনিয়নের শামুক ছড়ার মুখ এলাকা এক বাকপ্রতিবন্ধী নারীকে (৪৩) বিভিন্ন প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন আলতাজ উদ্দিন (৩২)। ২০২১ সালের ১২ ডিসেম্বর বিকালে সাড়ে চারটায় পরিবার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে জোড়পূর্বক ধর্ষণ করেন। পরে সেখান থেকে আসামি পালিয়ে যান। পরে এই ঘটনায় একই দিনে ওই নারী মা বাদী হয়ে লামা থানায় আলতাজ উদ্দিনকে আসামি করে মামলা করেন।

 

পুলিশ মামলার তদন্ত শেষে আলতাজ উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে আজ দুপুরে আদালত এই রায় প্রদান করেন। বান্দরবান আদালতের কোর্ট ইনচার্জ এস আই মো. আরিফ জানান, রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.