দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

গোপালপুরে আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0

মো. সেলিম হোসেন, গোপালপুর-টাঙ্গাইল
বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সমাবেশ-হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির অভিযোগ এনে প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বুধবার বিকালে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ হয়েছে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে অংশ গ্রহণ করে। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডুর নির্দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন পৌর সভার মেয়র মো. রকিবুল হক ছানা।

সমাবেশে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর রেজাউল হক, আওয়ামী লীগ নেতা মরিরুজ্জামান মনিসহ নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মীরা এ কর্মসূচি পালনে অংশগ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.