
স্টাফ রিপোর্টার: “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ “।
এ প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৩ ইং উপলক্ষে রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বুধবার (১ লা নভেম্বর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়েছে।
এতে নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ। আনানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান , উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম ,উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ সহ বিভিন্ন সরকারি দপ্তর কর্মকর্তা কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন। এসময় ৬ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ৪০ হাজার টাকা করে ঋনের চেক বিতরণ করা হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন এনজিও ফোরামের সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া।