দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হামলা ও নির্যাতনের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ে সমাবেশ

0

 

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

সারাদেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে, ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আয়োজনে (২) নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের চৌরাস্তায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের তীব্র নিন্দা জানায় এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বক্তারা আরো বলেন দলমত নির্বিশেষে সকল ধরনের সংবাদ সংগ্রহ করাই সাংবাদিকদের কাজ, সাংবাদিকরা কোন দলের নয়। তাহলে সাংবাদিকদের ওপর বারবার এ ধরনের হামলা হবে কেন। সাংবাদিকের উপর হামলাকারীদের সুষ্ঠ বিচার না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী নে বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।

এ সময় ঠাকুরগাঁও অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন সভাপতি শাকিল আহমেদ। ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান দাস ও সাংবাদিক মাজেদুর রহমান, সাংবাদিক রুবেল, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক শরিফুল ইসলাম, সাংবাদিক আব্দুল আওয়াল, সাংবাদিক জুনায়েদ, সাংবাদিক খাদেমূল, সাংবাদিক মজিবুর রহমান, সাংবাদিক মাসুদ রানা পলক সহ অন্যরা  উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.