দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

মোটরসাইকেল চোরাকারবারী চক্রের ৪ সদস্য মোটরসাইকেল সহ গ্রেপ্তার

0

স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল চোরাকারবারী চক্রের ৪ সদস্য কে মোটরসাইকেল সহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(১৫ ডিসেম্বর) ভোর ০৪.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশ ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। বিশেষ অভিযানে উপজেলার কুলপাল গ্রামের জগন্নাথগঞ্জ খেয়া ঘাটের পূর্ব-পার্শ্ব হইতে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মৌজা ডাকুরি গ্রামের মোফাজ্জল হোসেন এর ছেলে হাবিবুর রহমান হিরা(২৮) তার হেফাজতে থাকা একটি লাল রং এর TVS RTR 160cc, মোটর সাইকেল এর বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় মোটর সাইকেল জব্দ করা সহ তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় হাবিবুর রহমানের সাথে থাকা অপর সহযোগী সরিষাবাডী উপজেলার গোবিন্দপটল গ্রামের আবুল কালাম এর ছেলে সোলাইমান হোসেন(২৩), একই গ্রামের ছযের আলীর ছেলে সুজন মিয়া(২৩), ও চান মিয়ার ছেলে রিপন মিয়া(২৬) কে তাদের নিজ বসত বাড়িতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় সোলাইমান হোসেন এর হেফাজতে তার বসতবাড়ি হইতে একটি নীল রং এর Pulsar 150cc, এবং সুজন মিয়ার হেফাজতে তার বসতবাড়ি হইতে একটি কালো-লাল রং এর Pulsar 150cc, মোটর সাইকেলগুলোর বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করে পুলিশ। তারা চোরাই মোটর সাইকেল বিভিন্ন স্থান হইতে সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত ও পলাতক অজ্ঞাতনামা ২/৩ জন সংঘবদ্ধ ভাবে চোরাই মোটর সাইকেল নিজ হেফাজতে রেখে ক্রয় বিক্রয়ের অপরাধে তাদের বিরুদ্ধে দন্ড বিধি আইনের ৪১৩ ধারায়, সরিষাবাড়ী থানার মামলা নং-৮, তারিখ-১৫/১২/২০২৩ ইং রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন ও পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান সাংবাদিকদের জানান।

Leave A Reply

Your email address will not be published.