দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

টাঙ্গাইলের ধনবাড়ীতে ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের জমজমাট সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

0

মো: জাহিদ সরকার

ধনবাড়ী প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে ০৫/০১/২০২৪ ইং শুক্রবার বাদ জুম্মা ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের এক জমজমাট সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে টাঙ্গাইল এবং জামালপুরের স্বনামধন্য কবি সাহিত্যিক বৃন্দ উপস্থিত ছিলেন। সাহিত্যের বিভিন্ন দিক এবং বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়। ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক কবি রাজিবুর রহমান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি কবি মাহমুদুল হক দুলাল, কবি নির্মল চন্দ্র সাহা দুলাল, কবি বিশ্বজিৎ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক কবি মোহাম্মদ ইমাম হাসান সোহান, কোষাধ্যক্ষ মোহাম্মদ ওমর আলী , তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আবু সাঈদ দেলোয়ার, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম নিরব এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান।। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন অনেকেই । কবি আবু সাঈদ দেলোয়ার উনার লেখা ‘কাল রাতের কান্না ‘ পাঠ করে আড্ডা জমিয়ে তুলেন । বিশ্বজিৎ কুমার দাস উনার বলিষ্ঠ কন্ঠে স্বরচিত কবিতা পাঠ করেন । স্বরচিত কবিতা পাঠ করেন ধনবাড়ীর কবি খ্যাত কবি মোহাম্মদ ইমাম হাসান সোহান । ধনবাড়ীর কবি মোহাম্মদ ইমাম হাসান সোহান উনার ছন্দময় লেখা ঝিনাই পাড়ের মেলা কবিতাটি পাঠের সময় সাহিত্য আড্ডা টি পরিপূর্ণ প্রানোবন্ত হয়ে উঠে। সাহিত্য আড্ডায় ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । জীবন মাহমুদ শক্তি উনার স্বরচিত কবিতা ‘ জল ‘ পাঠ করেন । সাহিত্য আড্ডায় গঠনমূলক আলোচনায় কবি মাহমুদুল হক দুলাল গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন । পরিষদের সাধারণ সম্পাদক কবি রাজিবুর রহমান সকল কবি সাহিত্যিকদের নিজ নিজ বই প্রকাশ করার জন্য সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানের শেষভাগে হঠাৎ উপস্থিত হন ধনবাড়ীর কৃতি সন্তান অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন এরকম একটা সৃজনশীল সাহিত্য আড্ডায় টাঙ্গাইল ও জামালপুর জেলার কবি সাহিত্যিকদের মিলন মেলা আমাদের বাংলাদেশের সাহিত্য অঙ্গনে বিস্তর ভূমিকা রাখবে। এরকম সৃজনশীল আয়োজনের জন্য উপস্থিত সকল কবি সাহিত্যিকদের পাশে থেকে নিজেকে নিবেদিত করার ঘোষণা দেন । ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের সভাপতি বর্ষিয়ান কবি মোঃ আব্দুর রাজ্জাক ভূঁইয়া উনার সমাপনী বক্তব্যে সকলকে আন্তরিক সাধুবাদ জানান। ফেব্রুয়ারী মাসে আরেক বার সাহিত্য আড্ডা জমানোর আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন ।

Leave A Reply

Your email address will not be published.