দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

গোপালপুরে গুদামের শার্টার ভেঙ্গে ১৬১ বস্তা সার চুরি, আটক-১

0

মো. সেলিম হোসেন, গোপালপুর-টাঙ্গাইল:
বোরো মৌসুম শুরু হতে না হতেই গোপালপুরে সার চুরি শুরু হয়েছে। দোকানের শার্টার ভেঙ্গে সার চুরির ঘটনা ঘটছে। চুরির অভিযোগে থানা পুলিশ ১০ বস্তা চোরাই সারসহ বাবুল হোসেন নামক এক দুবৃত্তকে বুধবার আটক করেছে।

জানা যায়, উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজনপুর বাজারের এম হোসেন টেড্রাসের গুদামে কয়েক দিন আগে সাড়ে তিনশ বস্তা ইউরিয়া সার তোলেন রাসায়নিক সার ব্যবসায়ী গনেশ পাল। আশপাশের কয়েক গ্রামের বোরো চাষীদের জন্য বরাদ্দ ছিল ওই সার।

গত মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্ত গুদামের শার্টার ভেঙ্গে ১৬১ বস্তা ইউরিয়া সার চুরি করে নিয়ে যায়। ডিলার গনেশ পাল জানান, গত সপ্তাহ থেকে এলাকায় বোরো চাষ শুরু হওয়ায় বাজারে ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এজন্য সাজানপুর এলাকার একটি দুর্বৃত্তচক্র সার চুরির ঘটনা ঘটায়। তিনি বুধবার এদের কয়েকজনকে আসামী করে থানায় মামলা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, থানায় মামলার প্রেক্ষিকে ১০ বস্তা ইউরিয়া সারসহ গাড়ালিয়া গ্রামের বাবুল হোসেনকে আটক করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের অভিযান চলছে।

১৭.০১.২০২৪

Leave A Reply

Your email address will not be published.