সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের রুমা-কেওক্রাডং সড়কে পর্যটকবাহী পিকআপ গভীর খাদে পড়ে দুই নারী পর্যটক নিহত হয়ছে। এসময় আহত হয়েছে আরো ৭ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে রুমা-কেওক্রাডং সড়কের দার্জেলিং পাড়া এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ৫০ জন পর্যটকের একটি দল ৪টি পিকআপ যোগে গতকাল শুক্রবার কেওক্রাডং যায়। তারা কেওক্রাডং-এ রাত যাপন করে ওই পিকআপ যোগে তারা রুমার উদ্দেশ্যে আসছিল। পিকাপগুলো দার্জেলিং পাড়া এলাকায় ঢালু রাস্তা নামতে গিয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই নারী পর্যটক নিহত হয়। এসময় আরো সাতজন নারী পর্যটক আহত হয়। আহত সাতজনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই গাড়িতে ১২ জন পর্যটক এবং সবাই নারী ছিল বলে তারা জানায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহত পর্যটকদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ গেছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে। আহত ও নিহতরা হাসপাতালে না পৌছার কারণে এখনো পর্যন্ত কারো নাম পরিচয় পাওয়া যায়নি।