দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

দূর্গম তিন্দু রেমাক্রী আর দূর্গম থাকবে না: এলজিইডি নির্বাহী প্রকৌশলী

0

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
৭ম বারের নির্বাচিত সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপির নির্দেশনা মোতাবেক তিন্দু ইউনিয়ন থেকে রেমাক্রী ইউনিয়নে নতুন সংযোগ সড়ক পথ নির্মাণে সাইড পরিদর্শনে প্রকল্প পরিচালক, (পিডি) ঢাকা, মোঃ এবাদত আলী, এলজিইডি বান্দরবান জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।
গত ২০ জানুয়ারী থানচি উপজেলার দূর্গম তিন্দু রেমাক্রী ইউনিয়ন পরিদর্শনকালে তিনি গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন। তিনি আরো বলেন এক সময় নৌকা যোগে বান্দরবান থেকে রুমা হয়ে তারপর থানচিতে যেতে হতো। এ সরকারের উন্নয়নের ফলে খুব সহজে রুমা থানচি যাওয়া যায়। এবারে তিন্দু রেমাক্রী সংযোগ সড়ক নির্মিত হলে এলাকাবাসী অনেক সুফল ভোগ করবে। যাতায়াত নিরাপত্তা বাড়বে। কষ্ট লাঘব হবে শিক্ষার্থীসহ কৃষিজীবীদের।
এ সময় জেলা পরিষদ সদস্য থোয়াইনু মং মার্মা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের চেয়ার‌ম্যান সহ সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ।

 

Leave A Reply

Your email address will not be published.