দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

সমলয়ে চাষাবাদ কার্যক্রমের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার:২০২৩-২০২৪ ইং অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস টেন্স প্লান্টারের সাহায্যে বোরো ধানের চারা রোপনের মাধ্যমে সমলয়ে চাষাবাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শ্রমিক সংকট নিরসন, সময় ও অতিরিক্ত খরচ রোধে গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে ধান চাষ।
সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রথমবারের মতো’সমলয়’ চাষ পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। আধুনিকতার ফলে কৃষিতে সৃষ্টি হয়েছে এক নতুন দুয়ার।

সরিষাবাড়ী উপজেলায় এ বছর প্রথমবারের মতো ৪ হাজার ২শ ট্রে-তে ধানের বীজ বপন করা হয়েছে ।এতে ৫০ একর জমিতে স্থানীয় শতাধিক জমিতে ধান রোপণ করবে।
সমলয় চাষ পদ্ধতি শুভ উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক শফিউর রহমান,কৃষি বিভাগের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় কৃষক কৃষাণি।

Leave A Reply

Your email address will not be published.