দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা !

0

 

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে শুন্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আগামী মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে প্রতিদ্বন্দিতার বিষয়টি নিশ্চিত হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মুহ: সাদেক কুরাইশী মারা যান। পরবর্তিতে উক্তটি পদটি শুন্য ঘোষনা করা হয়। এ অবস্থায় বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে উক্ত শুন্য পদে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আগামী ৯ মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র এস,এম,এ মঈন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগারওয়ালা ও ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই উল্লেখিত ৩ জনকে বিভিন্ন ইউনিয়নে গিয়ে প্রচার-প্রচারনা চালাতে দেখা যায়। এছাড়াও তারা দলীয় সমর্থন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন। ভোটারদের সাথে শুরু করেছেন যোগাযোগ। বিভিন্ন স্থানে সভা, সমাবেশ, বৈঠক, সেমিনারে অংশগ্রহন করছেন। উল্লেখিত ৩ জন প্রার্থী ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭৮ জন ও নারী ভোটার সংখ্যা ১৮০ জন। আগামী ৯ মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.