দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

নৌকার এজেন্ট হওয়ায় পিটিয়ে আহত করার অভিযোগ

0

স্টাফ রিপোটার : জামালপুরের সরিষাবাড়ীতে নৌকার এজেন্ট হওয়ায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের বিজয়ী আব্দুর রশীদ এমপি’র সর্মথকরা পিটিয়ে আহত করেছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের শহীদ নগর ফুলদহ রেলওয়ে ক্রসিং এলাকায় মোটর সাইকেল বহর নিয়ে এ মারপিটের ঘটনা ঘটিয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের শহীদ নগর ফুলদহ রেলওয়ে ক্রসিং এলাকার আব্দুল খালেক (৬০) নৌকা প্রতিকের এজেন্ট হিসেবে বারইপটল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের আব্দুর রশীদ বিজয় লাভ করেন। এর পর থেকেই নৌকার এজেন্ট আব্দুল খালেক ও তার পরিবার পরিজনের উপর নানা হুমকি ধামকি অব্যাহত রাখার এক পর্যায়ে ট্রাক প্রতিকের সর্মথক একই গ্রামের আব্দুল হক এর ছেলে রায়হান ও জিনশাদ আলী’র ছেলে শেখ মো: বাদল হাসান নেতৃত্বে , মামুন, সিয়াম, আজাদ, সুজল, রজব আলী, বদরুল, সাইফুল ইসলাম, সেংগু মিয়া, মিজান, জয়, সজিব, সুমন রুমন সহ অনান্য সহযোগীদের নিয়ে পিংনা ইউনিয়নের বিভিন্ন স্থানে ২০/২৫টি মোটর সাইকেল বহরে দেশীয় অস্ত্র নিয়ে নৌকার এজেন্ট আব্দুল খালেক, আমীর হোসেন রিপন, আব্দুল সালাম এর উপর অর্তকিত হামলা চালিয়ে তাদের কে পিটিয়ে আহত করে তাদের কাছ থেকে ৯ লক্ষ টাকা ছিনিয়ে বলে ভুক্তভোগী শিপন মিয়া’র অভিযোগ । আহত ব্যাক্তিরা প্রানভয়ে আতংকে দুরে চিকিৎসা নিচ্ছেন বলে ভুক্তভোগী পরিবারের শিপন মিয়া অভিযোগ করেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। ইতিপূর্বে আব্দুল খালেক এর লোকজন নির্বাচন কে কেন্দ্র করে রায়হান ও শেখ মো: বাদল হাসান এর পিতাকে কে মারধর করলে এ ঘটনায় সরিষাবাড়ী থানায় ভুক্তভোগীরা একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনা খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন, এস আই খালিদ মাসুদ ও আমজাদ হোসেন ঘটনাস্থল পরির্দশন করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশফিকুর রহমান জানান,এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.