স্টাফ রিপোটার :
জামালপুরের সরিষাবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে পলাশ কৃষ্ণ পাল ও সম্পাদক হিসেবে সুব্রত বর্ধন নির্বাচিত হয়েছেন। কমিটিতে অনান্যরা হলেন,সহ সভাপতি গণেশ চন্দ্র সাহা,কোষাধ্যক্ষ হিসেবে অনন্ত চক্রবর্তী, সদস্য হিসেবে রমেশ চন্দ্র সুত্রধর,অশোক কুমার বর্ধন, নয়ন ঘোষ,সুমন কুমার ঘোষ, মলয় চক্রবর্তী, পৃথিবী দাস জয়, হৃদয় গোপ কে গত ১৩ মে রামকৃষ্ণ মিশন, ২৭ রামকৃষ্ণ মিশন রোড় ঢাকা -১২০৩ এর সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ নির্বাচিত করে স্বাক্ষরিত একটি অনুমোদিত কমিটি ঘোষনা দিয়েছেন।
সেই সাথে এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবপ্রসার সংসদের আওতাধীন বাংলাদেশে সকল ভক্তপরিচালিত আশ্রমসমূহের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভক্তপরিচালিত আশ্রমসমূহের জন্য রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের কেন্দ্রীয় কার্যালয় বেলুড় মঠের যে নির্দেশনা রয়েছে, তদনুসারে বাংলাদেশে ভক্তপরিচালিত আশ্রমসমূহ অবশ্যই পরিচালিত হতে হবে।
পরিচালনার ক্ষেত্রে কোন সমস্যা তৈরী হলে এবং বেলুড় মঠ স্বীকৃত স্থানীয় রামকৃষ্ণ মঠ/ মিশন কেন্দ্র কর্তৃক তা নিরসন করা না গেলে, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকার অধ্যক্ষ ও সম্পাদক, যিনি পদাধিকার বলে বাংলাদেশে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবপ্রসার সংসদের কেন্দ্রীয় পরিচালন পর্ষদের সভাপতি, তাঁর নির্দেশনা গ্রহণ করতে হবে। সম্প্রতি লক্ষ্যণীয় যে, কিছু কিছু ভক্তপরিচালিত আশ্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বেলুড় মঠের উল্লিখিত নির্দেশনা না মেনে ইচ্ছামাফিক আশ্রম পরিচালন পর্ষদ গঠন করছে। এটি রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবাদর্শের পরিপন্থী। এতে ভক্তদের মনে অসন্তোষ সৃষ্টি হয় এবং রামকৃষ্ণ বিবেকানন্দ-ভাবাদর্শ প্রচার বিঘিœত হয়। রামকৃষ্ণ- বিবেকানন্দ ভাবাদর্শের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এটি কোনভাবেই কাঙ্ক্ষিত নয়।
বিশেষভাবে জানানো যাচ্ছে যে, বাংলাদেশে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবপ্রসার সংসদের কেন্দ্রীয় পরিচালন পর্ষদের সভাপতি ও ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদকের অনুমোদন ব্যতীত কোন ভক্তপরিচালিত আশ্রমের পরিচালন পর্ষদ গ্রহযোগ্য হবে না। সকলের কল্যাণের জন্য রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবাদর্শ প্রচার ও রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবপ্রসার সংসদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য। সকলের উপর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত কামনা করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকা, বাংলাদেশে এর অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ ।