দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

ধনবাড়ীতে মানুষ এখন ঘোড়া মার্কা পরাজিত  চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে

0

রমজান আলী,ধনবাড়ী

কে এই হারুনর রশীদ হিরা,, ৮মে ২০২৪খ্রীঃ আসন্ন উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ঘোড়া প্রর্তীকে পরাজিত হলেন।

টাংগাইলের ধনবাড়ী উপজেলা পরিষদে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছিলেন সাবেক কৃষি মন্ত্রী ড, আব্দুর রাজ্জাক এমপির খালাতো ভাই হারুনার রশিদ হিরা ৫ বছর দায়িত্ব পালন করছেন দাপটের সাথে। সারা উপজেলার জনসাধারণ থেকে ছিলেন বিছিন্ন। ৫ বছরে ক্ষমতার দাপটে বিভিন্ন সরকারি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য,, টেন্ডার বাজিতে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন। তার সাথে থাকা কয়েকজন বাহাম ভুক্ত তাঁরাও আঙুল ফুলে কলা গাছ। তাদের কাছে আওয়ামী লীগের অনেক নেতাই জিম্মি। তাদের বিরুদ্ধে অভিযোগ – মুখ খোলার কেউ সাহস রাখে না। আসন্ন ধনবাড়ী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে সাবেক কৃষি মন্ত্রী ড, আব্দুর রাজ্জাক এমপির খালাতো ভাই হারুনার রশিদ হিরা- ঘোড়া প্রর্তীক নিয়ে কোটি কোটি টাকা খরচ করেও পরাজিত হয়েছেন। ঘোড়া মার্কা বিজয় হলে এ উপজেলায় মারামারি – খুনাখুনির কত মায়ের কোল খালী হতো জনসাধারণ বলাবলি করছেন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মানুষ এখন এ ঘোড়া মার্কা পরাজিত  চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে।

Leave A Reply

Your email address will not be published.