দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান/ চাল সংগ্রহের উদ্বোধন  

0

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা  হবে নিরুদ্দেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান  ও চাল সংগ্রহ অভিযান ২০২৪ ইং অর্থ বছরের শুভ উদ্বোধন করেন ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ এমপি।

সোমবার (২০ মে) দুপুর ১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরিষাবাড়ী সরকারি খাদ্য গুদামে আনুষ্ঠানিকতায় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আব্দুর রশিদ এমপি, জাতীয় সংসদ সদস্য ১৪১ জামালপুর-৪ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুশফিকুর রহমান, সরিষাবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহমেদ, উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান মিজান, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী পৌর-শাখা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিসুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রশিদ এমপির বিশ্বস্ত প্রতিনিধি মোঃ শাহীন মিয়া, সরিষাবাড়ী উপজেলা বি,আর,ডিভির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিসুল ইসলাম জানান, ২০২৪ ইং অভ্যন্তরীণ চলতি মৌসুমে বোরো ধান-,চাল সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা হচ্ছে ধান ১৭শত ৫৬ মেট্রিক টন যার প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা ৩২ টাকা এবং চাল ১৪শত ৩৩ মেট্রিক টন যার প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা হারে, যা সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে।

প্রতি কৃষক ৩ মেট্রিক টন ধান দিতে পারবে গুদামে। ধান- চাল সংগ্রহ অভিযান শুরু ২০মে ২০২৪ ইং শুরু হয়ে পুরো মৌসুম চলমান থাকবে।

Leave A Reply

Your email address will not be published.