দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

ধনবাড়ীতে গরু চুরি রোধে খামারি ও ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা…

0

মো: জাহিদ হাসান

ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কোরবানি ঈদকে সামনে রেখে গরু চুরি রোধে গরুর খামারি ও ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে ধনবাড়ী থানা পুলিশ । রোববার সকাল ১০টায় ধনবাড়ী থানার আয়োজনে থানা হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় । ধনবাড়ী থানার ওসি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি।
আরও উপস্থিত ছিলেন, ধনবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ইদ্রিস আলীসহ ধনবাড়ী থানার প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গ।মতবিনিময় সভায় ধনবাড়ী উপজেলার প্রায় শতাধিক খামারি অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।কোরবানির ঈদকে ঘিরে গরু চুরি ও ডাকাতি বন্ধে নানামুখী পদক্ষেপের পাশাপাশি পুলিশি তৎপরতা বৃদ্ধির কথা তুলে ধরে সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি খামারিদের উদ্দেশ্যে বলেন, আমাদের কৃষি প্রধান দেশে কৃষকের মূল চালিকাশক্তি হলো গরু। একটি গরু বা খামার মালিকরা গরু লালন পালন করতে গিয়ে সারাজীবনের পুঁজি বিনিয়োগ করতেও দ্বিধা করেন না।তিনি আরও বলেন, দেশের গরু মালিকেরা অনেকেই ব্যাংক লোন নিয়ে গরু কিনে লালন পালন এবং খামার গড়ে তুলেছেন। এই গরুগুলো চুরি হলে কৃষক বা খামারি সর্বস্বান্ত হয়। চুরি রোধে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেয়ার হবে বলে জানান তিনি ।

Leave A Reply

Your email address will not be published.