মো: জাহিদ সরকার
ধনবাড়ী টাঙ্গাইল, প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাজিতপুর (শ্যামলা চর ) গ্রামের আজ ২৬ জুন ২০২৪ ইং তারিখে রাত্রি ৯ ঘটিকায় এছাহাক আলীর কন্যা চরপাড়া মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় এর দশম শ্রেণীর পড়ুয়া মোছাম্মৎ সুরমা খাতুন (১৫) এর সাথে একই ইউনিয়নের রাজারহাট গ্রামের জনৈক এর পুত্র রোকন মিয়ার সাথে বাল্যবিবাহ অনুষ্ঠিত হয় । গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা, এবং বীর তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ আল ফরিদ , স্থানীয় মেম্বার ও ধানবাড়ী প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ এবং ধনবাড়ী থানার এস আই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ আইনে নগদ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে দশ দিনের জেল দেয়া হয় । এবং উক্ত পরিবারকে সেই সাথে স্থানীয় গ্রামবাসীদের কে বাংলাদেশ আইন ও বিধি মেনে চলার জন্য সতর্কতা প্রদান করা হয় যেন এই ধরনের বাল্যবিবাহ থেকে তারা যেন বিরত থাকে বলে সতর্ক করে দেয়া হয়।